দেওয়ানগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ(জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যার্ত মানুষের মাঝে খাদ্য ও ওষুধ বিতরণ করেছেন দেওয়ানগঞ্জ উপজেলা প্রশাসন।

১ সেপ্টেম্বর সকালে উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পানি বিশুদ্ধকরণ বড়ি বিতরণ করা হয়।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এনামুল হাসান জানান, চুকাইবাড়ী ইউনিয়নের টিনেরচর গুচ্চ গ্রামে ২ শতাধিক বন্যার্ত মানুষের মাঝে চাল, ডাল, লবণ, তেল, সাবান ও ওষুধ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ জানান, বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। বন্যার্ত মানুষদের যেন না খেয়ে থাকতে না হয় সেজন্য সরকার পর্যাপ্ত ত্রাণ বরাদ্দ দিয়েছেন।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম আব্দুল্লাহ বিন রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান তাছলিমা আক্তার লিপি, চুকাইবাড়ী ইউপি চেয়ারম্যান সেলিম খাঁন, স্থানীয় এমপির প্রতিনিধি মোস্তাকিম বিল্লাহ শিপন প্রমুখ।