ডেঙ্গু প্রতিরোধে মাঠে নামলেন মেয়র ছানোয়ার

মশকনিধন ওষুধ ছিটান মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব প্রতিরোধে জামালপুর পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী মশক নিধন অভিযান। ২ আগস্ট দুপুরে শহরের ফৌজদারি মোড়ে ড্রেনে মশার লার্ভানাশক ওষুধ ছিটিয়ে মশক নিধন অভিযানের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন।

উদ্বোধনী বক্তব্যে পৌরমেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, রাজধানী ঢাকাসহ সারাদেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরের রোগীর সংখ্যা দিনদিন বাড়ছে। তাই এডিস মশাসহ সকল প্রকার মশার উপদ্রব কমিয়ে আনতে টানা একমাস ধরে জামালপুর পৌরসভার ১২টি ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মশার উৎসস্থলে মশা মারার ওষুধ ছিটানোসহ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলররা নিজ নিজ ওয়ার্ডে স্থানীয় লোকজনদের সাথে নিয়ে এডিস মশা নির্মূলে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, পৌরবাসীকেও নিজ নিজ উদ্যোগে বাসাবাড়ির আঙিনা ও ছাদবাগানের টবে বা বিভিন্ন পাত্রে পানি জমে যাতে এডিস মশার লার্ভা জন্ম নিতে না পারে সেইদিকেও সবাইকে খেয়াল রাখতে হবে। নিজ দায়িত্বে সেগুলো কয়েকদিন পরপর পরিষ্কার করতে হবে। মশার উৎসস্থল সম্পর্কে তথ্য দেওয়া হলে পৌরসভার কর্মীরা সাথে সাথে সেখানে পৌঁছে মশকনিধন ওষুধ ছিটিয়ে দিয়ে আসবে। ডেঙ্গুজ্বরে আক্রান্ত রোগীর তথ্য দেওয়া হলে তাদের পাশেও থাকবো আমরা। মশক নিধন অভিযান সফল করে ডেঙ্গুমুক্ত শহর গড়ে তুলতে পৌরসভার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা চান মেয়র। এ সময় করোনার সংক্রমণ থেকে সুরক্ষা পেতে পৌরবাসীকে মাস্কপরাসহ সবধরনের স্বাস্থ্যবিধি মেনে চলারও অনুরোধ করেন মেয়র।

পরে মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন শহরের ফৌজদারি মোড়ে মির্জা আজম সড়কের ড্রেনে মশকনিধন ওষুধ ছিটিয়ে মাসব্যাপী মশক নিধন অভিযানের শুভ উদ্বোধন করেন। এ সময় জামালপুর পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক আকন্দসহ অন্যান্য কাউন্সিলর, পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : ডেঙ্গু মোকাবিলায় বিশেষজ্ঞ পরামর্শ অনুসরণের আহ্বান