বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
পবিত্র ঈদুল আজহায় অসহায় ও দরিদ্র পরিবারদের ঈদ সামগ্রী সহায়তা দিবে দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের রহিমপুর ফ্রেন্ডস ক্লাব।
ক্লাবের সাংগঠনিক সম্পাদক লিটন খান জানান, ২০২১ সালে অসহায়, দরিদ্র পরিবার ও এতিমদের বিয়ে, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতার লক্ষ্যে সংগঠনটির ৮১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। গঠনের পর থেকে রহিমপুর এলাকায় অসহায়, দরিদ্র পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সাহায্য সহযোগিতা করে আসছে। গত ঈদুল ফিতরে ওই এলাকার তিনশতাধিক অস্বচ্ছল পরিবারদের মাঝে সেমাই, চিনি, মুড়ি ও দুধ সহায়তা দেওয়া হয়েছিল। আসন্ন ঈদুল আজহাতেও পোলাওয়ের চাল, সেমাই, চিনি ও তেল সহায়তা দেওয়া হবে।
সাধারণ সম্পাদক মোস্তফা কামাল জানান, রহিমপুর ফ্রেন্ডস ক্লাবের সদস্য শিক্ষার্থী ও কিছু ব্যবসায়ী আমরা অসহায় মানুষের কথা চিন্তা করে তাদের সহযোগিতা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহযোগিতায় এগিয়ে যাওয়ার জন্য সংগঠনটি করেছি।
সভাপতি রাশেদুল ইসলাম জানান, রহিমপুর ফ্রেন্ডস ক্লাবটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এলাকাবাসীর সার্বিক সহযোগিতা ও উপদেষ্টা মন্ডলীদের দিক নির্দেশনায় সংগঠনটি পরিচালিত হয়ে আসছে।
সংগঠনটির জন্য সবার কাছে দোয়া কামনা করি, আমরা যেন অস্বচ্ছল, অসহায় মানুষের পাশে থাকতে পারি এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে আর্থিক সহযোগিতা করতে পারি।
বাংলার চিঠি ডেস্ক : 



















