মাদারগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন করলেন ডিসি মুর্শেদা জামান

মাদারগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পরিদর্শন কররেন জেলা প্রশাসক মুর্শেদা জামান। ছবি : বাংলারচিঠিডটকম

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের জেলা প্রশাসক মুর্শেদা জামান মাদারগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণের ঘর ১৩ জুলাই পরিদর্শন করেছেন। তিনি প্রথমে জোড়খালী ইউনিয়নের দিঘলকান্দিতে ঘর পরিদর্শন করেন। এবং সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি নির্মাণকৃত ঘরের কোন ত্রুটি বিচ্যুতি না পেয়ে সন্তুষ প্রকাশ করেন। পরে তিনি বালিজুড়ি ইউনিয়নের চর নাদাগাড়ী আশ্রয়ণ কেন্দ্রে নির্মিণাধীন ঘর পরিদর্শন করেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প হলো আশ্রয়ণ প্রকল্প। এই উপজেলায় ২১১টি ঘর নির্মাণ করা হয়েছে। পরিদর্শনকালে কোথাও অনিয়ম ও কাজে ত্রুটি বিচ্যুতি পাওয়া যায়নি। আমি ঘরে বসবাসরত ব্যক্তিদের সাথে কথা বলে দেখেছি তাদের কোন সমস্যা নাই। সবকটা ঘর ভালো হয়েছে। সন্তুষজনক বলে মনে হয়েছে।

পরে তিনি ঘরের বাসিন্দাদের মাঝে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, ইউএনও ইলিশায় রিছিল, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবির, বালিজুড়ি ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, জোড়খালী ইউপি চেয়ারম্যান ফরিদুল ইসলামসহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।