ইসলামপুরে নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

নদী ভাঙ্গন কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :

জামালপুরের ইসলামপুর উপজেলায় অসহায় ক্ষতিগ্রস্ত নদী ভাঙ্গন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

৯ জুলাই উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চন্দনপুর গ্রামে করোনা মোকাবেলা সংক্রান্ত আলোচনা শেষে ১৫০ নদী ভাঙ্গন কবলিত ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী জামাল আব্দুন নাসের বাবুল। এ সময় তিনি বৈশ্বিক মহামারী করোনাভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দেন।

উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১৫০ জনের মাঝে জনপ্রতি ১০ কেজি চাল, এককেজি চিড়া, আধাকেজি ডাল, আধাকেজি তেল, আধাকেজি লবণ, বাতাসা, একটি বল সাবান, একটি গ্যাস লাইটার ও দুটা মোম দেওয়া হয়েছে।

এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, গাইবান্ধা ইউপি চেয়ারম্যান মাকছুদুর রহমান আনছারী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মুসলিম উদ্দিন সরকার, জেলা পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আসাদুল হক দুলালসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।