ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেওয়ানগঞ্জকে পরাজিত করে ফাইনালে উঠেছে জামালপুর পৌরসভা, তারা ফাইনালে লড়বে সরিষাবাড়ীর সাথে খোকা মমতা ডেন্টাল সার্জারির উদ্যোগে ৩ দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প দেওয়ানগঞ্জে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত জামালপুরে আওয়ামী লীগের দুই নেতা কারাগারে মাদারগঞ্জে সাপের দংশনে কৃষকের মৃত্যু আওয়ামী লীগের সাথে ছবি আছে এমন কেউ কমিটিতে আসতে পারবে না মেলান্দহকে পরাজিত করে ফাইনালে উঠেছে সরিষাবাড়ী উপজেলা দল সরিষাবাড়ীতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পরিচিতি সভা অনুষ্ঠিত খালেদা জিয়ার কারামুক্তি দিবস : জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে পশুর হাটে প্রচণ্ড ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই

জামালপুরের সরিষাবাড়ীতে লকডাউন উপেক্ষা করে বাউসি বাজারে বসেছে পশুর হাট। ৪ জুলাই দুপুরে তোলা ছবি। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ীতে লকডাউন উপেক্ষা করে বাউসি বাজারে বসেছে পশুর হাট। ৪ জুলাই দুপুরে তোলা ছবি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বসেছে সাপ্তাহিক পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতা কেউ মানছে না স্বাস্থ্যবিধি। ৪ জুলাই পৌর এলাকার বাউশি বাজারে বসা হাটের এ চিত্র দেখা গেছে। ঈদকে সামনে রেখে সাপ্তাহিক এ পশুর হাটে হাজারো মানুষের উপস্থিতি ছিল। তবে অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। লকডাউনের মধ্যে সরকার ও প্রশাসন যখন স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে কঠোর অবস্থানে রয়েছে; তখন পশুর হাট বসিয়েছে হাট মালিক। এ হাটে স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনা সংক্রমণ বিস্তার ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

সরজমিনে গিয়ে জানা যায়, ৪ জুলাই সকাল থেকে বাউশি বাজারে পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলে কেনাবেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও ছিল পকেট ও থুতুনির নিচে।

এ ব্যাপারে মাস্ক বিহিন গরু ব্যবসায়ী মকবুল হোসেন ও মোহাম্মদ আলী বেপারির সাথে কথা হলে তারা বলেন, মাস্ক পকেটে আছে। গরমের কারণে পরি নাই। আরও অনেকেই তো পরে নাই। এতে তো কেউ কিছু বলে না।

পশুর হাটে উপস্থিত সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, হাট তো আর বন্ধ করা যাবেনা। স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে সেটা বাস্তবায়ন করতে পুলিশ কাজ করছে।

হাট ইজারাদার মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার অনেক জায়গাতেই পশুসহ সব ধরনের হাট বাজার চলছে। পৌরসভার মেয়র ও প্রশাসনের সাথে কথা বলেই আমরা হাট পরিচালনা করছি। তবে স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে তার জন্য মাইকে প্রচার করা অব্যহত রেখেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসার কথা শুনেছি। বিকাল ৫টা পর্যন্ত পশুর হাট চলবে। ওই পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে স্থানীয় পৌর কর্তৃপক্ষ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেওয়ানগঞ্জকে পরাজিত করে ফাইনালে উঠেছে জামালপুর পৌরসভা, তারা ফাইনালে লড়বে সরিষাবাড়ীর সাথে

সরিষাবাড়ীতে পশুর হাটে প্রচণ্ড ভিড়, স্বাস্থ্যবিধির বালাই নেই

আপডেট সময় ১২:০৪:০১ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুলাই ২০২১
জামালপুরের সরিষাবাড়ীতে লকডাউন উপেক্ষা করে বাউসি বাজারে বসেছে পশুর হাট। ৪ জুলাই দুপুরে তোলা ছবি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সরকার ঘোষিত কঠোর লকডাউন উপেক্ষা করে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বসেছে সাপ্তাহিক পশুর হাট। হাটে ক্রেতা-বিক্রেতা কেউ মানছে না স্বাস্থ্যবিধি। ৪ জুলাই পৌর এলাকার বাউশি বাজারে বসা হাটের এ চিত্র দেখা গেছে। ঈদকে সামনে রেখে সাপ্তাহিক এ পশুর হাটে হাজারো মানুষের উপস্থিতি ছিল। তবে অধিকাংশ মানুষের মুখে ছিল না মাস্ক। লকডাউনের মধ্যে সরকার ও প্রশাসন যখন স্বাস্থ্যবিধি প্রতিপালন করতে কঠোর অবস্থানে রয়েছে; তখন পশুর হাট বসিয়েছে হাট মালিক। এ হাটে স্বাস্থ্যবিধি না মানার ফলে করোনা সংক্রমণ বিস্তার ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয়রা।

সরজমিনে গিয়ে জানা যায়, ৪ জুলাই সকাল থেকে বাউশি বাজারে পশুর হাটে বিভিন্ন এলাকা থেকে কোরবানির পশু কেনাবেচা করতে আসেন ক্রেতা-বিক্রেতারা। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে চলে কেনাবেচা। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। কারও কারও সঙ্গে মাস্ক থাকলেও ছিল পকেট ও থুতুনির নিচে।

এ ব্যাপারে মাস্ক বিহিন গরু ব্যবসায়ী মকবুল হোসেন ও মোহাম্মদ আলী বেপারির সাথে কথা হলে তারা বলেন, মাস্ক পকেটে আছে। গরমের কারণে পরি নাই। আরও অনেকেই তো পরে নাই। এতে তো কেউ কিছু বলে না।

পশুর হাটে উপস্থিত সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক বলেন, হাট তো আর বন্ধ করা যাবেনা। স্বাস্থ্যবিধি যাতে মেনে চলে সেটা বাস্তবায়ন করতে পুলিশ কাজ করছে।

হাট ইজারাদার মোয়াজ্জেম হোসেন বলেন, উপজেলার অনেক জায়গাতেই পশুসহ সব ধরনের হাট বাজার চলছে। পৌরসভার মেয়র ও প্রশাসনের সাথে কথা বলেই আমরা হাট পরিচালনা করছি। তবে স্বাস্থ্যবিধি যাতে সবাই মেনে চলে তার জন্য মাইকে প্রচার করা অব্যহত রেখেছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিহাব উদ্দিন আহমেদ বলেন, শতভাগ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসার কথা শুনেছি। বিকাল ৫টা পর্যন্ত পশুর হাট চলবে। ওই পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করবে স্থানীয় পৌর কর্তৃপক্ষ।