জামালপুরে র‌্যাবের অভিযানে মাদকসহ ৭ জুয়াড়ি গ্রেপ্তার

গ্রেপ্তার সাত মাদকাসক্ত জুয়াড়ি।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার দিঘুলী পূর্বপাড় গাংপাড়া গ্রামে ৯ জুন গভীর রাতে অভিযান চালিয়ে সাতজন জুয়াড়ি ও মাদকাসক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তাররা হলেন- স্থানীয় মো. আব্দুল কুদ্দুস আলীর ছেলে মোক্তার হোসেন (৩৩), মৃত নূর ইসলামের ছেলে মতি মিয়া (৩৫), মো. খোকা মিয়ার ছেলে মো. মোহর আলী (৩৮), মো. আব্দুল জব্বার মিয়ার ছেলে মো. কোকিল মিয়া (৩২), মো. ইমান আলীর ছেলে মো. রফিকুল ইসলাম (৪৮), মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. হাফিজুর রহমান (৪৮) ও মো. আব্দুল জব্বার মিয়ার ছেলে মো. বাদশা মিয়া (২৫)।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার তাসলিম হুসাইনের নেতৃত্বে মেজর শিশির মাহমুদ তালুকদারের উপস্থিতিতে র‌্যাবের একটি আভিযানিক দল ৯ জুন দিবাগত গভীর রাত দেড়টার দিকে জামালপুর সদর উপজেলার দিঘুলী পূর্বপাড় গাংপাড়া গ্রামের ধৃত আসামি মোক্তার হোসেনের তিন কক্ষ বিশিষ্ট টিনের বসত বাড়ির পশ্চিম পার্শ্বের কক্ষের ভিতর অভিযান পরিচালনা করে সাতজন জুয়াড়ি ও মাদকাসক্তকে গ্রেপ্তার করে।

তাদের কাছ থেকে জুয়া খেলার ৯৬টি তাস ও নগদ ৫ হাজার ৮০ টাকা, দু’টি কথিত ইয়াবা বড়ি ও দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে জামালপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।