দেওয়ানগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে পুলিশের কঠোর নজরদারি

করোনা সংক্রমণ প্রতিরোধে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের কঠোর নজরদারি। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে জামালপুরের দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ কঠোর নজরদারিতে রেখেছেন দেওয়ানগঞ্জ পৌর শহর।

১৫ এপ্রিল দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) রাকিবুল হাসানের নেতৃত্বে টহল পার্টি নিয়ে পৌর শহরে অভিযান পরিচালনা করেন মডেল থানার ওসি মোহাম্মদ মহব্বত কবীর।

অভিযান চলার সময় ওসি মহাব্বত কবীর হ্যান্ডমাইকে বলেন, কোন প্রয়োজন ছাড়া কেউ বাজারে থাকতে পারবে না। নিজে বাচুঁন অন্য জনকে বাঁচান। যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা করে বলেন, কোন যাত্রীবাহী গাড়ি রাস্তায় চলালচল করলে গাড়ি থানায় যাবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ক্ষণিকের মধ্যে পুরো পৌর শহর ফাঁকা করে দেন পুলিশ প্রশাসন।