জামালপুরে টিকিট কালোবাজারির সাজা

সাজাপ্রাপ্ত টিকিট কালোবাজারি অমল মিয়া।

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারির দায়ে অমল মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১০ মার্চ বেলা পৌনে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী হাকিম ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম এ দ দেশ দেন।

জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানার নেতৃত্বে ১০ মার্চ বেলা পৌনে ১২টার দিকে জামালপুর পৌর শহরে সাহাপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪টি আসনের ৮টি ট্রেনের টিকিটসহ অমল মিয়াকে আটক করা হয়। তিনি ওই এলাকার মৃত আলম মিয়ার ছেলে।

উদ্ধার টিকিট।

পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নিবার্হী হাকিম মাহমুদা বেগম ওই টিকিট কালোবাজারিকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারায় নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে ট্রেনের টিকিট বিক্রি করার অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় তাকে এ সাজা দেওয়া হয়।

তার কাছ থেকে উদ্ধার ১৪টি আসনের ৮টি টিকিটের আনুমানিক মূল্য ২ হাজার ৬৬০ টাকা।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।