
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের ইউপি সদস্য শারীরিক প্রতিবন্ধী কাবিল মিয়ার বাড়ি অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। ৫ ফেব্রুয়ারি বিকালে ওই ইউনিয়নের চরহেঞ্চান্চাবাড়ী গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় বিশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়ছে বলে জানান ইউপি সদস্য কাবিল মিয়া।

স্থানীয়রা জানান, ৫ ফেব্রুয়ারি বিকালে বাড়ির সদস্যরা ঘর তালা দিয়ে বাইরে চলে যায়। এ সময় আকস্মিভভাবে বাড়িতে আগুন লাগে। আগুন দেখে প্রতিবেশীরা এগিয়ে এলেও বাড়িটি তালাবদ্ধ থাকায় তারা আগুন নেভাতে পারছিলেন না। এতে আগুন ঘরের সবগুলো জায়গাতে ছড়িয়ে পড়ে। এতে বাড়িতে থাকা নগদ টাকা, ফ্রিজ, টিভি, ধান, চালসহ গৃহস্থালী আসবাবপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের দমকল বাহিনী ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানো হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
বাংলার চিঠি ডেস্ক : 



















