বকশীগঞ্জে উপজেলা সিবিও এলায়েন্সের কর্মশালা অনুষ্ঠিত

বকশীগঞ্জে উপজেলা সিবিও এলায়েন্সের কর্মশালা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলা পর্যায়ে সিবিও এলায়েন্সের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অক্সফ্যাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় এবং উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের আয়োজনে ৫ জানুয়ারি উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা সিবিও এলায়েন্সের সভাপতি হেলাল উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উন্নয়ন সংঘ রিকল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জোৎস্না আক্তারের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাজেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাবিনা ইয়াসমীন, এসডিজি জেলা নেটওয়ার্কের সভাপতি আফসার আলী, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম, সিবিও নেতা শাহ সুলতান, শাহীনা বেগম, নাছিমা ইয়াসমীন কনা, রুস্তম আলী প্রমুখ।

সরকারি সেবাসমূহ প্রাপ্তীতে সহায়তা করা, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে তৃণমূল পর্যায়ের পিছিয়ে পড়া মানুষকে সম্পৃক্তকরণ, এসডিজি বাস্তবায়নে সিবিও, সিএসও ও মিডিয়া প্রতিনিধিদের সাথে প্রশাসনের সুসম্পর্ক তৈরি করা, কৃষক পর্যায়ে কৃষি প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।