নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরে করোনা ভাইরাসে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত ৫ হাজার ৫০০ জন প্রান্তিক কৃষকের মাঝে নগদ ১ কোটি ৭৮ লাখ টাকা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
১২ নভেম্বর দুপুরে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলী উচ্চ বিদ্যালয় মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে প্রান্তিক কৃষকের মাঝে নগদ অর্থ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ (এনএসভিসি) প্রকল্পের ব্যবস্থাপক রঞ্জন রোজারিও এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জেলা পাট পরিদর্শক মো. মঞ্জুরুল হক বাদলসহ আরো অনেকে।
এ সময় বক্তারা বাংলাদেশে করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি প্রান্তিক কৃষকের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, জামালপুর জেলার সদর উপজেলায় ২ হাজার, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলায় ১ হাজার ৭৫০ জন করে মোট ৫ হাজার ৫০০ জন কৃষকের মাঝে ৩ হাজার করে নগদ টাকা মোবাইল মানি ট্রান্সফারের মাধ্যমে প্রদান করা হয়।