দেওয়ানগঞ্জে ১২০০ ইয়াবাসহ ২ কারবারি আটক

আটক দুই মাদক কারবারি এবং উদ্ধার ইয়াবা ও মোবাইল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাঘার চর এলাকা থেকে ১ হাজার ২০০টি ইয়াবা বড়িসহ দু’জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৪ এর সিপিসি-১, জামালপুরের আভিযানিক দল ৭ অক্টোবর সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

আটক মাদক কারবারিরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর বেপারীপাড়ার মো. শাহ আলীর ছেলে মো. ইব্রাহিম (৩০) ও মৃত আয়নাল হকের ছেলে মো. কবির হোসেন (২৩)।

জানা গেছে, র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম. এম. সবুজ রানা রর নেতৃত্বে একটি আভিযানিক দল ৭ অক্টোবর সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার বাঘারচর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় বেপারীপাড়া গ্রামের মো. আমিনুর রহমান দুদুর বাড়ির সামনে বাঘারচর-কদমতলী সড়ক থেকে মাদক কারবারি মো. ইব্রাহিম ও মো. কবির হোসেনকে আটক করা হয়।

তাদের কাছ থেকে ১ হাজার ২০০টি কথিত অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও দু’টি মোবাইল সেট উদ্ধার করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা মাত্র।

আটক দুই মাদক কারবারির বিরুদ্ধে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

sarkar furniture Ad
Green House Ad