কম্পপুরে স্বামীর হাতে স্ত্রী খুন, থানায় মামলা

কম্পপুরে নিহত গৃহবধূ ফাতেমার মরদেহ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের কম্পপুর মধ্যপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী সাঈদালীকে আসামি করে জামালপুর সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। ৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তাদের নিজ ঘরে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে সাঈদালী পলাতক রয়েছেন। নিহত গৃহবধূর ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

অভিযোগে জানা গেছে, জামালপুর শহরের ২ নম্বর ওয়ার্ডের কম্পপুর মধ্যপাড়া এলাকার মুদিদোকানি মো. সাঈদালী ও তার তার চতুর্থ স্ত্রী ফাতেমার (৩৫) মধ্যে পারিবারিক কলহ বিরাজ করছিল। সেই কলহের জের ধরেই ৪ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে সাঈদালী নিজ ঘরে তার স্ত্রী ফাতেমাকে খুন করেন। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেমুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ ৪ অক্টোবর মধ্যরাতে ওই বাড়ি থেকে নিহত ফাতেমার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

৫ অক্টোবর সকালে ফাতেমার মরদেহের তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার বুকের বাম পাশে ধারাল অস্ত্রের আঘাতের ক্ষত রয়েছে। নৃশংস এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ফাতেমার মা জয়গুন বিবি বাদী হয়ে তার মেয়ের জামাই সাঈদালীকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম কুমার দাস এ প্রতিবেদককে জানান, গৃহবধূ ফাতেমা হত্যার ঘটনায় তার মা জয়গুন বিবি বাদী হয়ে সাঈদালীকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামি সাঈদালী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

sarkar furniture Ad
Green House Ad