জামালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

জামালপুরে জাতীয় কন্যাশিশু দিবসের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘আমরা হবো সোচ্চার, বিশ্ব হবে সমতার’ এই প্রতিপাদ্যের আলোকে ৩০ সেপ্টেম্বর জামালপুরে পালিত হয়েছে জাতীয় কন্যাশিশু দিবস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেছুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কার্যালয় আয়োজিত সভায় অন্যান্যের মাঝে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মোক্তাদিরুল আলম, উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, সাংবাদিক সাযযাদ আনসারী, জেলা ব্র্যাক সমন্বয়কারী মনির হোসেন, তরঙ্গমহিলা কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শামীমা খান, সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক কামরুন্নাহার।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় চলমান নারী ও শিশু যৌন আক্রমনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে ধর্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির জন্যে ব্যপকভিত্তিক সামাজিক কার্যক্রম হাতে নেয়ার আহ্বান জানান আলোচকগণ।