জামালপুরে উন্নয়ন সংঘের কর্মী সমন্বয় সভা

উন্নয়ন সংঘের কর্মী সভায় বক্তব্য রাখেন সংস্থার মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় করণীয়, মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা এবং চলমান ধর্ষণ ও নারী শিশু নির্যাতন প্রতিরোধের অঙ্গীকার নিয়ে ৩০ সেপ্টেম্বর জামালপুরে উন্নয়ন সংঘের কর্মী সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সংঘের প্রশিক্ষণ কেন্দ্র ডিটিআরসির শেওলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল আলম মোল্লা, পরিচালক কর্মসূচি নারায়ণ চন্দ্র দাস, পরিচালক মানবসম্পদ উন্নয়ন জাহাঙ্গীর সেলিম, জেলা ব্যবস্থাপক লিটন সরকার প্রমুখ।

উন্নয়ন সংঘের আইএমএসআরএইচআরএমএনএইচ প্রকল্পের ৪৬জন কর্মী সভায় অংশ নেন। সভায় বিগত দিনের কার্যক্রমের পর্যালোচনাসহ আগামীদিনে চলমান কার্যক্রমের গতিশীলনতা বৃদ্ধিতে নতুন নতুন কৌশলে কাজ করার উপর জোর দেওয়া হয়।

উল্লেখ, ইউনিসেফ এর সহায়তায় উন্নয়ন সংঘ মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসহ যৌন, প্রজনন স্বাস্থ্য এবং অধিকার উন্নয়নের জন্যে কমিউনিটিভিত্তিক প্রকল্পের আওতায় সারা জেলায় বহুমাত্রিক কার্যক্রম পরিচালনা করে আসছে।