চুকাইবাড়ীতে নদীভাঙ্গনের শিকার ১৮ পরিবার পেল ঢেউটিন

নদীভাঙ্গনের শিকার পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহানউদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়নের নদীভাঙ্গনের শিকার ১৮টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ২০ সেপ্টেম্বর দুপুর একটার দিকে এসব ঢেউটিন বিতরণ করা হয় ।

কুয়েতের রাহমা ইন্টারন্যাশনাল সোসাইটির তত্ত্বাবধানে এবং সোসাইটি ফর সোসাল এন্ড টেকনোলজিক্যাল সাপোর্টের ব্যাবস্থাপনায় বন্যা উপদ্রুত এলাকায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন সহায়তার লক্ষ্যে এসব টিন দেওয়া হয়। ৫৪ বান্ডিল টিনসহ আনুষঙ্গিক জিনিসপত্র বিতরণ করা হয় ।

টিন বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেদুজ্জামান সেলিম খান ও এসএসটিভি’র সমন্বয়কারী তরিকুল ইসলাম।

সুবিধাভোগীরা বলেন, এই টিন দিয়ে আমরা নতুন ঘরের চালা দেব। গত ভয়াবহ বন্যায় আমাদের বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে। থাকার মত কোন ঘর নাই। খোলা আকাশের নিচে বসবাস করতেছি। টিনগুলো পেয়ে খুব উপকার হলো ।