দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগারমিল শ্রমিক কর্মচারীদের মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

বিল্লাল হোসেন মন্ডল, দেওয়ানগঞ্জ
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় ঐতিহ্যবাহী জিলবাংলা সুগার মিল শ্রমিক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর সকালে জিলবাংলা সুগারমিলস ওয়ার্কাস ইউনিয়নের আয়োজনে ১ নম্বর গেটে এ সভার আয়োজন করা হয়।

ওয়ার্কাস ইউনিয়নের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল হোসেন আকার সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ওয়ার্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রায়হানুল হক, সাংগঠনিক সম্পাদক রাসেদ মিয়া, কার্যকরী সদস্য জবেদ আলী, সাবেক সভাপতি গোলাম মোস্তফা সাজু, বেলাল উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার খাঁন।

জিলবাংলা সুগার মিলর্স বিক্রি ও বন্ধ আশঙ্কা গুজব সংবাদে মিল শ্রমিক ও কর্মচারী হতাশ হলে ওয়াকার্স ইউনিয়নের সাধারন সম্পাদক রায়হানুল হক বলেন, দেশে ১৬টি সুগার মিলের মধ্যে গত আখ মাড়াই মৌসুমে দেওয়ানগঞ্জ জিলবাংলা সুগার মিলস প্রথম স্থানে রয়েছে। মিলের মান উন্নয়নে মিলের শ্রমিক কর্মচারী বিল বেতন ঠিক মত না পেয়েও নিরলসভাবে কাজ করছে, তাই এমিলের সুনাম থাকা মিল বিক্রি বা বন্ধ হতে পারে না। মিল বন্ধ হলে শ্রমিক কর্মচারীদের পরিবার সন্তান নিয়ে অনাহারে মানবেতর মধ্য দিন যাপন করবে, তাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিল্পমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন মিল শ্রমিক কর্মচারী।