জামালপুরে খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত

বক্তব্য রাখেন বিএনপিনেতা আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ১৩তম কারামুক্তি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১১ সেপ্টেম্বর বিকেলে জামালপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জেলা বিএনপি।

জেলা বিএনপির সহ-সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় বেগম খালেদা জিয়ার বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি সফিউর রহমান সফি, আইনজীবী ফজলুল হক, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহম্মেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব রুহুল আমিন মিলন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা শ্রমিকদলের সভপতি শেখ মো. আব্দুস সোবহান প্রমুখ।

আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।