ইসলামপুরে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন ত্রাণ সচিব

বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রকল্প সমূহের আওতায় জামালপুরের ইসলামপুর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও বন্যা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোহসীন।

তিনি ২০ আগস্ট বিকালে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত সেতু ও মোরাদাবাদ-কুলকান্দি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল,জামালপুর ও শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরা, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এইচ বিবি প্রকল্পের যুগ্ম সচিব দীপক রঞ্জন অধিকারী, জামালপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাসের বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, রোজিনা আক্তার চায়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।