কিন্ডারগার্টেনের শিক্ষকরা চায় প্রণোদনা

প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে জামালপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

করোনাভাইরাস পরিস্থিতিতে সারাদেশে প্রায় ৬০ হাজার কিন্ডারগার্টেন স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানসমূহ ও শিক্ষক কর্মচারীদের বাঁচাতে আর্থিক প্রণোদনাসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে জামালপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন। ১৫ জুলাই সকালে শহরের বকুলতলা চত্বরে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ছানোয়ার হোসেন সবুজ, সাধারণ সম্পাদক এম এ রফিক, শিক্ষক রিয়াজুল ইসলাম, আব্দুল জব্বার ও রাশেদা আফরোজ প্রমুখ।

মানববন্ধনে শিক্ষকরা সরকার ঘোষিত প্রণোদনায় অন্তর্ভূক্তিকরণ, সহজ শর্তে ঋণ প্রদান, শিক্ষক-কর্মচারীদের রেশন ব্যবস্থার আওতায় আনা এবং কিন্ডারগার্টেনের বাড়িভাড়া মওকুফের দাবি জানান। শিক্ষকরা এসব দাবি দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধন কর্মসূচিতে অ্যাসোসিয়েশনের ৭টি উপজেলার শিক্ষকরা অংশ নেন।