জামালপুরে একবছরের কোলের শিশুর শরীরে করোনা
জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম
জামালপুরে আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে আগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন একজন নারী চিকিৎসকের এক বছর বয়সের ছেলে, একজন অ্যাম্বুলেন্সচালক ও একজন সরকারি চাকরীজীবী রয়েছেন।
জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস এ তথ্য নিশ্চিত করে জানান, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ১৫ জুন জামালপুরের ১১০টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে তিনজনের করোনা পজিটিভ শনাক্ত হয়। তাদের মধ্যে সরিষাবাড়ী, দেওয়ানগঞ্জ ও জামালপুর সদর উপজেলায় রয়েছেন একজন করে। এই তিনজনসহ জেলায় এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হলেন ৪১৬ জন। মৃত্যু পাঁচজন। মোট সুস্থ ১৮২। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২২৯ জন।