বকশীগঞ্জে আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মেডিসিনের মানবিক সহায়তা

অসহায় পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ও করোনাভাইরাস দুর্যোগে অসহায়, দরিদ্র কর্মহীন ও রিকশা, ভ্যানচালক, হোটেল সেলুন শ্রমিকদের মাঝে জামালপুর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রলীগ নেতা আবুল কালাম আজাদ মেডিসিন ও তার ছোট বোন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিনা বেগমের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

২২ মে বিকালে বকশীগঞ্জ পৌর শহরের মালিরচর নয়াপাড়া আজাদ আলোকিত বিশেষ বিদ্যালয় মাঠে ২ শতাধিক পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আবুল কালাম আজাদ মেডিসিনের ছোট বোন শাহিনা বেগম জানান, এ পর্যন্ত উপজেলায় ৫ হাজার পরিবারদের মাঝে খাদ্য সামগ্রী ও ৭ হাজার মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহিনা বেগম, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট, উপজেলা আওয়ামী লীগ নেতা মেজবাহউল হক জুলফিকার, হুমায়ুন কবীর মুরাদ, ইয়াসিন তালুকদার প্রমুখ।