লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুর-দেওয়ানগঞ্জ সড়কের ইসলামপুর উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ফটক সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে ইসলামপুরে কর্মরত এসিআইয়ের ভেটেরিনারি শাখার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হামিদুল ইসলাম নির্মমভাবে নিহত হয়েছেন। ১৮ মে বিকালে এই দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসীরা জানায়, ইসলামপুর থেকে জামালপুরগামী একটি ট্রাক উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অফিস সংলগ্ন পৌঁছালে তার বিপরীত দিক থেকে আসা এসিআইয়ের ভেটেরিনারি শাখার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হামিদুল ইসলাম (২৮) হোন্ডা যোগে যাওয়ার পথে দুই মটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে হামিদুল মারা যান। নিহত হামিদুর মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি পৌর শহরের আদিয়ারপাড় এলাকার বাসিন্দা আব্দুল খালেক নূরানীর ছেলে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।