জামালপুরে ৩০০ পরিবার পেল শিল্পপতি নজরুল ইসলামের ত্রাণ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরে করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন স্বল্পআয়ের ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন শিল্পপতি নজরুল তালুকদার। ২১ এপ্রিল সকালে তার নিজ বাড়িতে এসব ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি করে চাল, ১ কেজি আলু, ১টি সাবান ও ২টি করে মাস্ক।
জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া গ্রামে নিজ বাড়িতে নজরুল ইসলাম তালুকদার ব্যক্তিগত উদ্যোগে তিনশ স্বল্পআয়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করেন। জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজফফর হোসেন এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
ত্রাণ সমাগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামাল হুসেন তালুকদার, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার, ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মিজানুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক সোহানুর রহমান প্রমুখ।