মেলান্দহে বিদেশফেরত একজনের ১০ হাজার টাকা জরিমানা

মো. মুত্তাছিম বিল্লাহ্, মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

সংক্রামক রোগ প্রতিরোধ আইন না মানায় ১৯ মার্চ দুপুরে জামালপুরের মেলান্দহ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সৌদিফেরত একজন পুরুষ মানুষকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী হাকিম ও মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামিম আল ইয়ামীন এ প্রতিনিধিকে জানান, ওই ব্যক্তি এক সপ্তাহ ধরে বাড়িতে এসেছেন। কিন্তু হোম কোয়ারেন্টিনে থাকার সরকারি নির্দেশনা না মেনে বাইরে ঘোরাফেরা করছিলেন। এ কারণে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে ওই ব্যক্তিকে বাড়ি থেকে স্থানীয় মির্জা আজম অডিটোরিয়ামে স্থাপিত অস্থায়ী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন কেন্দ্রে আনা হয়েছে।