দেওয়ানগঞ্জ পৌরসভায় কাটা হয় ১০০ পাউন্ডের কেক

১০০ পাউন্ডের কেক কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভায় ১০০ পাউন্ড ওজনের কেকে কেটে এবং বর্ণিল আতশবাজি আয়োজনের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালিত হয়েছে। ১৭ মার্চ রাতে দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহ এসব কর্মসূচির আয়োজন করেন।

এ উপলক্ষে ১৭ মার্চ রাত ৮টার দিকে পৌরসভা কার্যালয়ে ১০০ পাউন্ড ওজনের কেক কাটেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা রাজিয়া। পরে ১০০ আতশবাজি ফোটান তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌরসভার সচিব নুরুল ইসলাম মিন্টু, পৌরসভার প্রকৌশলী মোশারফ হোসেন, হিসাবরক্ষক মো. শফিকুল ইসলাম, কাউন্সিলর নুরে আলম সিদ্দিকী জুয়েল, মামুনুর রশিদ মামুন, শেখ মাসুদ, আব্দুল মালেক, আব্দুল মান্নান মোল্লা, সংরক্ষিত নারী কাউন্সিলর সেলিনা আক্তার, আছমা আক্তার ও শাহিনা আক্তার প্রমুখ। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারদের সদস্যদের জন্য বিশেষ মোনাজাত করা হয়।