ইসলামপুরে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপিত

শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ইন্সটিটিউটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কেক কাটেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় নানান কর্মসূচির মধ্য দিয়ে ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপিত হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ১৭ মার্চ সকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু ম্যুরালে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এরপর আওয়ামী লীগ যুবলীগ, শ্রমিকলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা মসজিদে বঙ্গবন্ধুর রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিন দুপুরে শেখ হাসিনা ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ইন্সটিটিউট, পৌরসভা ও ইসলামপুর সরকারি কলেজে কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়াও রাত ১২টা সময় ইসলামপুর বঙ্গবন্ধু মোড়ে শাপলা ক্রীড়া চক্রের উদ্যোগে একশত মোমবাতি প্রজ¦লন ও কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় সাংবাদিক আব্দুস সামাদ, লিয়াকত হোসাইন লায়ন, নিযাজ আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯২০ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। সেদিন ছিল ১৯২০ সালের ১৭ মার্চ, মঙ্গলবার। মা সায়েরা খাতুনের কোল আলোকিত করে আসেন ইতিহাসের মহানায়ক বাঙালি ও বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ বাংলার সেই অবিসংবাদিত নেতা, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা শেখ মুজিবুর রহমানের ‘জন্মশতবার্ষিকী’।