মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মজিদের স্মরণসভা অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মজিদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল মজিদের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ সন্ধ্যায় মরহুমের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ স্মরণসভার আয়োজন করা হয়।

স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তথ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এম এ লতিফ, সহ-সভাপতি মনির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান এলিন, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক লুৎফর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা অধিনায়ক মোফাজ্জল হোসেন, মরহুমের ছেলে সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক প্রমুখ।

উল্লেখ্য, গত ১১ মার্চ মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল মজিদের মৃত্যুবার্ষিকী ছিল। সেদিন সর্বস্তরের মানুষ মরহুমের কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি জানান।