ভালো মানুষ হতে দরকার শাসন : জেলা প্রশাসক এনামুল হক

বেকারী শিল্প মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেছেন, ‘আপনার সন্তানকে বেশি বেশি আদর করতে থাকুন। কিন্তু ভালো মানুষ হবে না। শাসন না করতে পারলে ভালো মানুষ হতে পারবে না। তাই ভালো মানুষ হতে, ভালো উদ্যোক্তা হতে দরকার শাসন।’

তিনি ৩ জানুয়ারি বিকেলে শহরের জামালপুর-শেরপুর বাইপাস সড়কে বেম্বো গার্ডেনে জামালপুর জেলা বেকারী শিল্প মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা প্রশাসক বেকারী মালিকদের উদ্দেশে আরো বলেন, ‘আজকে এখানে একজন বেকারী মালিকের বক্তব্য আমার খুব ভালো লেগেছে। তিনি তার বক্তব্যে বলে গেলেন, ভ্রাম্যমাণ আদালত চালু রাখতে হবে। এতে নিজেদেরই লাভ হবে। তার এ কথার নিশ্চয় কারণও আছে।’

অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক বলেন, ‘সবাই না, তবে ব্যবসায়ীরা কেউ কেউ কম বেশি অপরাধ করি। আইন মানি না। ভ্রাম্যমাণ আদালত অপরাধ কমিয়ে আনার জন্যই পরিচালিত হয়। এটাই আপনাদের ওপর প্রশাসনের শাসন। সচেতন হয়ে ভালোভাবে ব্যবসা করার জন্যই ব্যবসায়ীদের কার্যক্রমের ওপর আমাদের নজর রাখতে হয়।’

তিনি বলেন, ‘আপনারা ব্যবসার মাধ্যমে শুধু দেশের অর্থনীতিতেই অবদান রাখেন না। আপনাদের প্রতিষ্ঠানে অনেকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়। আর এ কারণেই আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি। আপনাদেরকে দেশের প্রচলিত আইন মেনে এবং পরিকল্পনা মাফিক নিজেদের অবস্থার উন্নয়নের মধ্য দিয়ে ভালো উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য অবশ্যই স্বাস্থ্যসম্মতভাবে বেকারী পণ্য উৎপাদন করতে হবে।’

জেলা প্রশাসক জামালপুর জেলার বেকারী ব্যবসার মান উন্নয়নে পাশে থাকার আশ্বাস দিয়ে বলেন, ‘আপনাদের অনেকেই আইন জানেন না। জানারও চেষ্টা করেন না। আপনাদের নিয়ে সেমিনারের আয়োজন করে সকল সমস্যা শোনা হবে। প্রয়োজনে ওয়ান স্টপ সার্ভিস চালু করে আপনাদের ব্যবসায় উন্নয়নে আইনি দিক, প্রশিক্ষণ ও পরামর্শ, ঋণ সুবিধা পেতে সহায়তা থেকে শুরু করে সব সেবা এক জায়গা থেকেই দেওয়া যায় কিনা- তাও আমরা ভেবে দেখবো।’

বেকারী শিল্প মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াসমিন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা বেকারী শিল্প মালিক সমিতির সভাপতি মো. এনামুল হক খান মিলনের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভার প্রথম পর্বের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম (এডিএম) মোহাম্মদ সুহেল মাহমুদ, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিন, জামালপুর বিসিকের শিল্প সহায়ক কেন্দ্রের সহকারী পরিচালক সম্রাট আকবর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মো. ইকরামুল হক নবীন, বাংলাদেশ ব্রেড বিস্কুট এন্ড কনফেকশনারি মালিক সমিতি ময়মনসিংহের জ্যেষ্ঠ সহ-সভাপতি শামসুল হক, শেরপুর জেলা বেকারী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল আহাম্মেদ হান্নান, জামালপুর ও শেরপুর জেলা বেকারী শিল্প মালিক সমন্বয় কিমিটির সদস্য সচিব মোহাম্মদ ফজলে আজীম পারভেজ, শেরপুর জেলার বেকারী শিল্প মালিক সমিতির সভাপতি ইমাম উদ্দিন তালুকদার, বেকারী শিল্প মালিক সমিতি জামালপুর উত্তর-পশ্চিম শাখার সাধারণ সম্পাদক রবিউল আওয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জামালপুর জেলা বেকারী শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম।

অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকসহ অন্যান্য বিশেষ অতিথিদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে জেলার সাতটি উপজেলার বেকারী শিল্প মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নামসহ কমিটি ঘোষণা করা হয়। পরে র‌্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।