বাল্যবিয়ে মুক্ত করতে ইসলামপুরে মানববন্ধন

বাল্যবিয়ে মুক্ত করতে ইসলামপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘বাল্যবিয়ে মুক্ত ময়মনসিংহ বিভাগ’ ঘোষণা করায় জামালপুরের ইসলামপুর উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত উপজেলা করার লক্ষ্যে শোভাযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১১ ডিসেম্বর সকালে বাল্যবিয়ে মুক্ত উপজেলা করার লক্ষ্যে শহরে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, ইসলামপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুলতান সালাউদ্দিন ও উপজেলা ইমাম সমিতির সভাপতি কাজী আমিনুর ইসলাম প্রমুখ।

শোভাযাত্রা ও মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের কাজী, শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।