জামালপুরে তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে নাটাবের আলোচনা সভা

আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্তি জেলা হাকিম মোহাম্মদ সুহেল মাহমুদ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুরে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন ও প্রচারণা নিষিদ্ধ এবং পৃষ্ঠপোষকতা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিধান বাস্তবায়ন করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাব জামালপুর জেলা কমিটি ৫ ডিসেম্বর দুপুর ১টায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে।

জেলা নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ সুহেল মাহমুদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) তরিকুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য রাখেন নাটাব ঢাকার প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আহম্মেদ।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুর চেম্বারের সাবেক পরিচালক নুরুল হুদা, সাংবাদিক ফজলে এলাহি মাকাম, নাটাবের মাঠ কর্মকর্তা শাহিনুর রহমান, জামালপুর সম্মিলিত সামাজিক আন্দোলন কমিটির যুগ্ম সম্পাদক সান সরকার প্রমুখ।

এছাড়াও সভায় জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা জনবহুল জায়গায় অবাধে ধূমপান বন্ধ এবং স্বাস্থ্য সচেতনতা ও ক্যান্সার প্রতিরোধ নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন।

প্রধান অতিথি অতিরিক্ত জেলা হাকিম মোহাম্মদ সুহেল মাহমুদ তার বক্তব্যে বলেন, ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার প্রচার-প্রচারণায় আইনগত বাধা নিষেধ রয়েছে। আমরা সেগুলোর প্রয়োজনীয় ব্যবস্থা নিবো, পাশাপাশি সামাজিকভাবে তামাকের কুফল ও আইন সর্ম্পকে সাধারণ মানুষকে জানিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন, এ ধরনের কাজে সামাজিক আন্দোলন চালাতে হবে, বিশেষ করে সরকারের পাশাপাশি সমাজের প্রত্যেক মানুষকে দায়িত্ব নিয়ে প্রতিনিয়ত প্রচার-প্রচারণা চালাতে হবে। তবেই এর সুফল দেশের মানুষ ভোগ করতে পারবে।