দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ৫ নম্বর বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদে ৭ নম্বর ওয়ার্ড সদস্য পদে উপ-নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ইউপি সদস্য পদে আলতাফ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
আলতাফ হোসেন ফুটবল প্রতীকে ৫৪৬ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৪১৬ ভোট।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা বেগম, দেওয়ানগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রাকিবুল হাসান, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মায়নুল ইসলাম, দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মনিবুল রহমান, বাহাদুরাবাদ ইউপি চেয়ারম্যান শাকিরুজ্জামান রাখাল শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সার্বিকভাবে সহযোগিতা করেন।
প্রসঙ্গত, সাবেক ইউপি সদস্য মুক্তিযোদ্ধা আব্দুস ছামাদের মৃত্যুতে এ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।