সরিষাবাড়ী পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান পরিচালনা

সরিষাবাড়ী পৌরসভার উদ্যোগে মশক নিধন অভিযান। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

সারাদেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু করা হয়েছে। পৌরসভার উদ্যোগে ৭ আগস্ট দুপুরে পৌর শহরের বিভিন্ন এলাকায় ফগার মেশিনের সাহায্যে মশক নিধন ‍ওষুধ ছিটানো এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের মাঝে জনসচেতনতামূলক প্রচারপত্র বিলি করা হয়।

এ উপলক্ষে সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে  পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী, সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুর রহমান, কাউন্সিলর কালা চান পাল, জহুরুল ইসলাম, আব্দুস সাত্তারসহ  জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীরা এ আলোচনা সভা ও মশক নিধন অভিযান ও প্রচারণায় অংশ নেন।