ইসলামপুরে ডেঙ্গু রোগ প্রতিরোধে সভা অনুষ্ঠিত

বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, নারী নির্যাতন, ইভটিজিং, ছেলে ধরা গুজব এবং ডেঙ্গু প্রতিরোধে ইসলামপুর থানা পুলিশের সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সাম্প্রতিক ছেলেধরা সন্দেহে গুজব ও ডেঙ্গু প্রতিরোধে ৬ আগস্ট বিকেলে ইসলামপুর জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদরাসার মাঠে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন মিয়া।

সহকারী পুলিশ সুপার সুমন মিয়া বলেন, ছেলে ধরা বলতে কিছু নেই, এটা একদম অপপ্রচার। সেতু, কালভার্ট নির্মাণ করতে মানুষের মাথা লাগে কুরআন হাদিসে এমন কোনো উল্লেখ নেই। তাই যার যার স্থান থেকে এই অপপ্রচারের প্রতিবাদ গড়ে তুলতে হবে।

জামিয়া হোসাইনিয়া আশরাফুল উলুম মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে মুফতি মাহাবুবুর রহমান, খোরশেদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।