ডাংধরায় বন্যার্তদের ত্রাণ দিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের সাবেক ডিজি মোছাদ্দেক হোসেন

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন প্রাণিসম্পদ বিভাগের সাবেক মহাপরিচালক মোছাদ্দেক হোসেন আনার। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী ( দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

প্রাণিসম্পদ বিভাগের সাবেক মহাপরিচালক মুক্তিযোদ্ধা চিকিৎসক মোছাদ্দেক হোসেন আনার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন। তিনি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর বাজারে ৩০ জুলাই দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ৪ কেজি চিড়া, ২ কেজি করে মসুর ডাল বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক মেম্বার মতিউর রহমান ও মোস্তফা আহমেদ, পল্লী চিকিৎসক শুক্কুর আলী, প্রাপ্তন সৈনিক আবদুল গফুর, মুক্তিযোদ্ধা আবদুস ছামাদ ও আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, পল্লী চিকিৎসক আসাদুজ্জামান বুলবুল প্রমুখ।

চিকিৎসক মোছাদ্দেক হোসেন আনার জানান, সারা উপজেলায় প্রতি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ১৫ টন চাল, ৬ টন চিড়া ও ৩ টন মসুর ডাল বিতরণ করছেন।