বন্যা দুর্গতদের ত্রাণ দিল রোটারী ক্লাব অব ঢাকা সানসাইন

সরিষাবাড়ীতে বন্যা দুর্গতদের রোটারী ক্লাব অব ঢাকা সানসাইনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে রোটারী ক্লাব অব ঢাকা সানসাইন। ২৭ জুলাই বিকেলে উপজেলা পরিষদের পুরাতন আদালত চত্ত্বরে এ ত্রাণ বিতরণ করা হয়।

সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৫ শতাধিক বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, রোটারী ক্লাব অব ঢাকা সানসাইনের ডাইরেক্টর সার্ভিস প্রজেক্ট আনুষা আলীফা, ডাইরেক্টর সুমনা হায়দার, জয়েন্ট সেক্রেটারি মাসুদ হোসেন, চারটার প্রেসিডেন্ট মেরাজ আহমেদ, সদস্য রিগান আরমান, আরাম নগর কামিল মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানু, পৌর কাউন্সিলর জহুরুল ইসলাম, কালা চান পাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান দুখু প্রমুখ। বানভাসি ৫ শতাধিক মানুষের মাঝে চাল, ডাল, তেল, মুড়ি ও গুড় বিতরণ করেন।

ত্রাণ বিতরণ শেষে সরিষাবাড়ী পৌর মেয়র রুকুনুজ্জামান রোকনকে রোটারী ক্লাব অব ঢাকা সানসাইনের আজীবন সদস্য করেন ক্লাবের কর্মকর্তাবৃন্দ।