সরিষাবাড়ীতে ৩ শিশুকে ধর্ষণের চেষ্টা, আটক ১

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় তিন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী চাঁন মিয়া (৬০) নামে এক জনকে আটক করেছে পুলিশ। ৫ জুলাই বিকেলে আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামে ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনায় ৭ জুলাই রাতে এক শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ ধর্ষণের চেষ্টাকারীকে গ্রেপ্তার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের চাঁন মিয়ার বাড়ির আঙ্গিনায় ৫ জুলাই বিকেলে তার পাশের বাড়ির তিন শিশু মিলে দড়ি খেলা করতে আসে। এ সময় চাঁন মিয়া বাড়িতে একা থাকায় তিন শিশুকে মুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে ঘরে নিয়ে যান। তিনজনকে ১০ টাকা করে দেন ঝাল মুড়ি খাওয়ার জন্য। এরপর শিশুগুলোর প্যান্ট খুলে গোপন অঙ্গে হাত দিয়ে উত্তেজিত করার চেষ্টা করে। এর মধ্যে এক শিশু চিৎকার করতে থাকলে তার মা দৌঁড়ে চাঁন মিয়ার ঘরে গিয়ে শিশুদের উলঙ্গ অবস্থায় দেখতে পান। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে চাঁন মিয়া দৌঁড়ে পালিয়ে যান।

এ ঘটনায় এক শিশুর মা বাদী হয়ে চাঁন মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু আইনের ১০ ধারায় থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ ৭ জুলাই রাতেই অভিযান চালিয়ে চাঁন মিয়াকে গ্রেপ্তার করে ৮ জুলাই আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এদিকে ওই তিন শিশুকে ম্যাজিস্ট্রেটের নিকট জবানবন্দি রেকর্ড করার জন্য নিয়ে যাওয়া হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজেদুর রহমান বাংলারচিঠিডটকমকে বলেন, ধর্ষণের চেষ্টাকারী চাঁন মিয়াকে গ্রেপ্তারের পর ৮ জুলাই জেল হাজতে পাঠানো হয়েছে। এবং ওই তিনশিশুকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের ম্যাজিস্ট্রেটের নিকট তাদের জবানবন্দি রেকর্ড় করার জন্য নিয়ে যাওয়া হয়।