বকশীগঞ্জে র‌্যাবের অভিযানে দুজন মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার দুজন মাদক কারবারি। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ সারমারা গ্রামে ২৫ জুন সন্ধ্যায় অভিযান চালিয়ে ৪০টি ইয়াবা বড়িসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের উপপরিচালক, পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ২৫ জুন সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বকশীগঞ্জ উপজেলার দক্ষিণ সারমারা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় মো. ইব্রাহীমের বাড়ির পিছনে সারমারা বাজারগামী পাকা রাস্তা থেকে দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন বকশীগঞ্জ উপজেলার সারমারা বাজারের নজরুল হক মোল্লার ছেলে মো. সানোয়ার হোসেন (৩৫) ও গোপালপুর গ্রামের মো. দুলাল শেখের ছেলে মো. মনির হোসেন (২০)। তাদের কাছ থেকে মোট ৪০টি অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা বড়ি ও একটি মুঠোফোন সেট উদ্ধার করা হয়।

র‌্যাব বাদী হয়ে গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।