ইসলামপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণ

ইসলামপুরে গ্রাম আদালতের রিফ্রেসার্স প্রশিক্ষণে অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় গ্রাম আদালতের দুইদিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু হয়েছে। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলা প্রশাসনের আয়োজনে ২৪ জুন উপজেলা মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়।

গ্রামের শান্তি, সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক হৃদ্যতা বৃদ্ধি করতে উপজেলার সদর ইউনিয়ন ও গোয়ালের চর ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার ছামিউল হক, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. শরিফল ইসলাম, উপজেলা সমন্বয়কারী রুবিনা বেগম প্রমুখ।

বক্তারা সমাজের শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে স্বল্প খরচে সাধারণ জনগণ যাতে সঠিক বিচার পেতে পারেন সেজন্য জনপ্রতিনিধিসহ সকলের সহযোগীতা কামনা করেন।