ইসলামপুরে প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলায় শিশুদের বিকাশ ঘটাতে পুষ্টি সমৃদ্ধ খাদ্য ও খাদ্য সংরক্ষণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও প্রতিবন্ধীদের সাহায্যে করণীয় সম্পর্কে অবহিতকরণ ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ১৬ জুন উপজেলা বিআরডিবি সভাকক্ষে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন জেলা সমন্বয়কারী তারজিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল খালেক আকন্দ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল ফয়সাল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জন প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।