জামালপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিকল্পনা সভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘মূল ধারার রাজনীতিতে ৩৩ ভাগ নারী ও যুব অন্তর্ভুক্তিকরণের’ লক্ষ্যে জামালপুরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ মে সকাল সাড়ে দশটার দিকে শহরের একটি বিনোদন কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।

ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো ও জামালপুর সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যুবমহিলা লীগ নেত্রী ফারজানা ইয়াসমিন লিটা ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মহিলা দল নেত্রী সেলিনা বেগমের যৌথ আয়োজনে অন্তর্ভুক্তিকরণের সভায় অংশ নেন মেলান্দহ ঝাউগড়া ইউপি চেয়ারম্যান মহিলা আওয়ামী লীগ নেত্রী আঞ্জু মনোয়ারা বেগম হেনা, সংরক্ষিত আসনের কাউন্সিলর সায়মা হামজা সিমি, দিবা ফারহানা রাণী, নারী নেত্রী মনিরা চৌধুরী, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজনৈতিক ফেলো বিএনপি নেতা শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, ছাত্রদল নেতা মঞ্জুরুল করিম সুমন ও নারী নেত্রী নাজনীন আক্তার রুমি প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের কর্মসূচি ব্যবস্থাপক নার্গিস আক্তার।