আন্তর্জাতিক নৃত্য দিবসে জামালপুরে নৃত্যানুষ্ঠান

নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘শিল্প-সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’- এ শ্লোগানে জামালপুরে আন্তর্জাতিক নৃত্য দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি ৩০ এপ্রিল সন্ধ্যা ৭টায় শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করে।

জেলা সাংস্কৃতিক কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকার।

নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাট্যব্যক্তিত্ব আসাদুল্লাহ ফারাজি, উদীচী জামালপুরের জ্যেষ্ঠ সহসভাপতি স্বপন রহমান, এস এম থিয়েটারের সভাপতি সাব্বির এহসান মনজু, সাংস্কৃতিককর্মী রবিউল ইসলাম রাসেল, নাট্যকর্মী মারুফা আনোয়ার পারুল প্রমুখ।

আলোচনা সভার পর নৃত্যানুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমির নৃত্য বিভাগের শিল্পীসহ বিভিন্ন নৃত্য সংগঠনের নৃত্যশিল্পীরা নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।