ইসলামপুরে সোলার সেচ পাম্প উদ্বোধন

ফিতা কেটে সোলার সেচ পাম্প উদ্বোধন করেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের যমুনা নদীর চর মধ্য বরুলে কৃষকদের সেচ সুবিধা দেওয়ার জন্য ২৬টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১০ এপ্রিল বিকেলে এই সোলার সেচ পাম্প উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ২০১৭-১৮ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ২ কোটি ৮ লাখ ৩৯ হাজার ১১৫ টাকা ব্যয়ে ২৬টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে।

এ উপলক্ষে ইসলামপুর উপজেলা প্রশাসন বেলগাছা ইউনিয়নের মধ্য বরুল মারকাজুল হুদা নুরানি কওমি মাদরাসার মাঠে এক অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান জামাল আব্দুন নাসের বাবুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, বেলগাছা ইউপি চেয়ারম্যান আব্দল মালেক, চিনাডুলী ইউপি চেয়ারম্যান আব্দুল ছালাম প্রমুখ।