জামালপুর জেনারেল হাসপাতালে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুর জেনারেল হাসপাতালে ৩১ মার্চ অভিযান চালিয়ে এক প্রতারকসহ দুজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিমের নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবদুল্লাহ খান ৩১ মার্চ দুপুরে জামালপুর জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় হাসপাতালে রোগীকে প্রতারিত করার অভিযোগে মো. মনজুরুল হক (৪০) নামে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি সদর উপজেলার পাথালিয়া গ্রামের মো. জামাতুল্লাহ শেখের ছেলে। তাকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৪ ধারায় এ জরিমানা করা হয়।

অপরদিকে একই দিন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম জামালপুর জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সরকারি আদেশ অমান্য করায় লিপি (২৬) নামের একজন নারীকে ২০০ টাকা জরিমানা করা হয়। তিনি জামালপুর সদর উপজেলার বৈঠামারী মৃত গোলাপ আলীর মেয়ে। তাকে ১৮৬০ সালের দ-বিধির ১৮৮ ধারায় এ জরিমানা করা হয়।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলামসহ একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।