গণহত্যা দিবসে শহীদদের স্মরণে বশেফমু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

জামালপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বশেফমু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোমবাতি প্রজ্বলন। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে জামালপুরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে। ১৯৭১ সালের ২৫ শে মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে নিহত শহীদদের স্মরণ করে ২৫ মার্চ রাতে জামালপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মোমবাতি জ্বালিয়ে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ শ্রদ্ধা জানানো হয়।

মোমবাতি প্রজ্বলন করে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে অংশ নেন। এ সময় সবাই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।