জামালপুরে জেলা যুবদলের আলোচনা সভা

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম
বাংলাদেশ জাতীয়াতাবাদী যুবদল জামালপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বিকেলে জেলা বিএনপির কার্যালয়ে যুবদল জামালপুর জেলা শাখা এ আলোচনা সভার আয়োজন করে।
জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় দলের সাংগঠনিক দিক নির্দেশনা দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, তরিকুল হায়দার তুষার ও রমজান আলী, যুগ্মসাধারণ সম্পাদক হাসান সরোয়ার মঞ্জু, আমান উল্লাহ আমান, জিয়াউর রহমান জিয়া ও এনামুল হক স্বপন, পৌর যুবদলের যুগ্মআহবায়ক খন্দকার মামুনুর রশিদ বাবুসহ জেলার সাতটি উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের সাংগঠনিক বক্তব্য রাখেন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
এ ছাড়া আলোচনা সভায় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, জেলা যুবদলের যুগ্মসাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক আতিকুর রহমান লিটন, প্রচার সম্পাদক কাউছার আহম্মেদ কাজল, সহ-দপ্তর সম্পাদক আরিফ আহম্মেদ, তথ্য ও গবেষনা সম্পাদক শফিউল্লাহ আকন্দ রাজু, বন ও পরিবেশ সম্পাদক আমিনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শ্রমবিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম নীলু ও সদস্য ফরাজ উদ্দিন লিটন উপস্থিত ছিলেন।