জামালপুরে যক্ষ্মা নিয়ন্ত্রণ নিয়ে নাটাবের মতবিনিময় সভা

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি-নাটাবের উদ্যোগে যক্ষ্মা নিয়ন্ত্রণ র্শীষক মতবিনিময় সভার আয়োজন করা হয়। নাটাব জামালপুর জেলা শাখা ৫ মার্চ দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়। নাটাব জেলা শাখার সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক অধিনায়ক মুখলেছুর রহমান হিরো। সভা সঞ্চালনা করেন নাটাব জেলা শাখার মাঠ কর্মকর্তা মো. কামরুজ্জামান।

মতবিনিময় সভায় জানানো হয়, যক্ষ্মা নিয়ন্ত্রণে সরকার নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে। যক্ষ্মা হলে সর্ম্পূণ বিনামূল্যে সরকারি অর্থায়নে চিকিৎসা করা হয়ে থাকে। যক্ষ্মার রোগ নির্ণয়ের জন্য জরুরি ভিত্তিতে নির্দিষ্ট জায়গায় যোগাযোগ করতে হবে। বাংলাদেশের সকল জেলা সদর হাসপাতাল, উপজেলা হাসপাতাল, বক্ষব্যাধি ক্লিনিক, বক্ষব্যাধি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল কমিউনিটি ক্লিনিক সমূহে বিনামূল্যে কফ পরীক্ষা ও যক্ষ্মা চিকিৎসার ব্যবস্থা রয়েছে। বক্তারা যক্ষ্মার লক্ষণ দেখা দিলে দ্রত চিকিৎসকের কাছে যাওয়ার পরার্মশ দেন।