নকলায় নিরাপদ খাদ্য দিবস পালিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমান। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

‘সুস্থ সবল জাতি চাই, পুষ্টিসম্মত নিরাপদ খাদ্যের বিকল্প নাই’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় শেরপুরের নকলা উপজেলায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপাজেলা প্রশাসন ২ ফেব্রুয়ারি সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা লুৎফর রহমান, খাদ্য পরিদর্শক সাইদুজ্জামান, নকলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, মিল মালিক হাবিবুর রহমান ও মির্জা বুলবুল।

আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, মিল মালিকগণ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশ নেন।