আপিলেও বাতিল খালেদা জিয়ার মনোনয়ন

বেগম খালেদা জিয়া। ছবি : সংগৃহিত

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনে নির্বাচনে বৈধতা নিয়ে ইসিতে আপিল শুনানিতে পাঁচ সদস্যের কমিটির মধ্যে একজন মনোনয়ন মঞ্জুর করেছেন। ফলে কমিটির বেশি সংখ্যক সদস্যের নামঞ্জুর সিদ্ধান্তের কারণে বাতিল হলো বিএনপি চেয়ারপার্সনের মনোনয়ন।

কমিটির মধ্যে মনোনয়ন মঞ্জুর করেছেন মাহবুব তালুকদার। বাকি সবাই নামঞ্জুর করেন।
সূত্র : ডেইলি বাংলাদেশ

sarkar furniture Ad
Green House Ad